সৌদি আরবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে ব্যাপক ধরপাকড়

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : রবিবার, ২০২৩ অক্টোবর ০১, ০৫:১৮ অপরাহ্ন

দেশে অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খবর খালিজ টাইমস।

অবৈধ প্রবাসীদের ধরতে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আবাসন, শ্রম আইন ও সীমান্ত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন তারা।

তাদের মধ্যে সাত হাজার ১৯৯ জনকে অবৈধভাবে বসবাস ও আবাসন আইন লঙ্ঘন; ২ হাজার ৮৮২ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং এক হাজার ৩৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন কোন দেশের তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে সৌদি আরবে ৪৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদের মধ্যে ৩৬ হাজার পুরুষ এবং সাত হাজার ৩৬৮ জন নারী। এ ছাড়া ৩৮ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে।

দেশে অবৈধ প্রবাসীদের ঠেকাতে সম্প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। এমনকি কাউকে অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশে সহায়তা, যাতায়াত আশ্রয় বা অন্য যে কোনো উপায়ে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework